Business

1 year ago

First flight of Akasa Air : আকসা এয়ারের প্রথম ফ্লাইটকে পতাকা নাড়িয়ে যাত্রা সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Akasa Air, first flight inaguted
Akasa Air, first flight inaguted

 

নয়াদিল্লি, ৭ আগস্ট : রবিবার আকসা এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইট মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত যাত্রা শুরু করে। প্রথম ফ্লাইটকে পতাকা নাড়িয়ে যাত্রা সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দিল্লি এবং মুম্বই দুই জায়গায় এজন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দিল্লিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিং (অবসরপ্রাপ্ত)।

গত মাসে বিখ্যাত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা এবং এভিয়েশন জায়ান্ট আদিত্য ঘোষ এবং বিনয় দুবে পরিচালিত আকসা এয়ার, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) থেকে একটি এয়ার অপারেটর শংসাপত্র পেয়েছে।

প্রথম ফ্লাইটটি রবিবার সকাল ১০.০৫ টায় মুম্বই থেকে ছাড়বে এবং ১১.২৫ টায় আহমেদাবাদ পৌঁছবে। আকসা এয়ার বেঙ্গালুরু-কোচি, বেঙ্গালুরু-মুম্বই এবং চেন্নাই-মুম্বই রুটে যথাক্রমে ১৩ আগস্ট, ১৯ আগস্ট এবং ১৫ সেপ্টেম্বর থেকে ফ্লাইট যাত্রা করবে।

You might also like!