দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এমন ঘটনা খুবই কম ঘটে। সাপে কামড়ালে মানুষ ভয়েই আধমরা হয়ে যায়। কিন্তু কিছু মানুষ থাকে যারা আকুতভয়। এমনি এক বৃদ্ধের কান্ড দেখে বিস্মিত হসপিটালের চিকিৎসকেরা। ঘটনা সূত্রে জানা যায়, সাপের ছোবল খেয়ে সাপ ধরে সটান হাসপাতালে বৃদ্ধা। হতচকিত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। এদিকে বেকায়দায় ধরায় অসুস্থ হয়ে পড়ে সাপটিও। অপর দিকে রোগীর শরীরে সর্পদংশনের চিহ্ন দেখতে না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। এলাকায় সাপ উদ্ধার, বন্য প্রাণী সংরক্ষণে তাঁর বেশ নাম রয়েছে। খবর পেয়ে তিনি মাঝরাতে হাসপাতালে ছুটে যান। সাপটি দেখে তিনি কয়েকবার ওই বৃদ্ধার দিকে তাকান। তারপর বলেন,এটি ভারতের অন্যতম বিষধর সাপ।
'কৃষ্ণ কালাজ।'
সাপ বিশেষজ্ঞ বিশ্বজিৎ বাবু পুরো ঘটনাটা চিকিৎসকদের বুঝিয়ে বলেন। তিনি বলেন,এই সাপ প্রবল বিষধর হলেই এই দাঁত এতই ক্ষুদ্র যে কামড়ানোর কিছুক্ষনের মধ্যেই সেই ক্ষতস্থান শুকিয়ে যায়। তিনি আরো বলেন,এই সাপের কামড়ে বিষের প্রতিক্রিয়া বেশ কিছু সময় পরে শুরু হয়। তাই এই রোগীকে প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি জাগিয়েও রাখতে হবে। চিকিৎসক-সহ নার্সিং কর্মীদেরও এ কথা বলেন তিনি। যদিও ততক্ষণে শুরু হয়ে গিয়েছে বৃদ্ধার প্রাথমিক চিকিৎসা। তবে হাসপাতালে সঠিক সময় চিকিৎসা শুরু হওয়ায় বিপদমুক্ত হন বৃদ্ধা। চিন্তা কেটেছে তাঁর পরিবারের সদস্যদের মন থেকেও। পাশাপাশি চিকিৎসায় সুস্থ হয়ে উঠছে সাপটিও। চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষনে রাখার পর উদ্ধার হওয়া কৃষ্ণ কালাজ সাপটিকে উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।