দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বের বিস্ময় এমন অনেক কিছু আছে, যা আমরা আগে কখনো দেখিনি। এমনি এক প্রজাতির সাপ সামনে এসেছে। সম্প্রতি 'ওয়ার্ল্ড অফ স্নেক’ নামের একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। সব সাপ কিন্তু বিষাক্ত ও ভয়ঙ্কর হয় না। প্রচুর মানুষ আছেন যারা রীতিমতো সাপ পোষেন। কিন্তু এবার কার্যত এমন একটা ভিডিও ভাইরাল হলো যা দেখে সবাই চমকে গেছে। সামনে এসেছে বিরল ও বন্ধুত্বপূর্ণ একটি সাপ। ভাইরাল হওয়া ভিডিওতে একটা সাদা রঙের পাইথন সাপকে দেখা গেল যা খুবই বিরল প্রজাতির। জানা গেছে এই পাইথনটি বিশেষভাবে পাইথন। এর অভিনবত্ব হলো এর রঙে।
পাইথন সাপ মানেই ভয় পাবেন সবাই তবে এই সাদা সাপটি যেন একটু ভিন্ন ধরনের। তার সৌন্দর্য দেখে সকলেই মুগ্ধ হয়েছে। তার শরীরের রং যেন পুরো দুধের মতো সাদা। সাধারণত কালো ও বাদামি রঙের সাপই দেখা যায়। ভিডিওতে একটা খোলা মাঠের মধ্যে ফণা তুলে ঘুরে বেড়াচ্ছে সেই সাপ। মূলত এই ধরণের সাপ পাওয়া যায় ইউরোপের বেশ কিছু দেশে।
এই ভিডিও বর্তমানে সাড়ে লাখ লাখ বেশি ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট আছেই। ভিডিওটি দেখে কিছু মানুষের ভালো লেগেছে তারা বলেছেন ‘অসম্ভব সুন্দর’।