দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সরকারি বাসের পরিষেবা যে কোন পর্যায়ে নেমে গেছে তা বোঝার জন্য এই ভিডিওটা যথেষ্ট। মহারাষ্ট্রের একটি সরকারি বাসের এই দৃশ্য ভাইরাল হওয়ার পরেও সাধারণ মানুষের পক্ষ থেকে ততটা বিস্ময় প্রকাশ করা হয় নি। কারণ এটাই নাকি বেশির ভাগ সরকারি বাসের বাস্তব রূপ।
প্রবল বৃষ্টির মধ্যে ছুটে চলেছে যাত্রীবাহী বাস। কিন্তু মাথায় ছাতা ধরে বাস চালাতে হচ্ছে চালককে! এক হাতে ছাতা ধরেই কোনওমতে স্টিয়ারিং সামলাচ্ছেন তিনি। এই অবস্থায় যাত্রীদের নিরাপত্তা কোথায়? কেন সরকারি বাসে ড্রাইভারের মাথায় জল পড়বে? উত্তর নেই!
তবে ঘটনাটি সামনে এসেছে পারস্পরিক রাজনৈতিক রেষারেষি থেকে। কারণ মুম্বই কংগ্রেসের পক্ষ থেকে এই দৃশ্যটি টুইট করা হয়েছে। দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টির মধ্যেই উর্দি পরে বাস চালাচ্ছেন এক চালক। বাঁ হাতে ছাতা ধরে রয়েছেন তিনি। হাওয়ার তোড়ে বারবার ছাতা উড়ে যাচ্ছে। কোনওমতে ছাতা ধরে রেখেই বাস চালিয়ে যাচ্ছেন তিনি। এক হাতেই ঘোরাচ্ছেন স্টিয়ারিং। যাত্রীদের নিরাপত্তা শিকেয় উঠেছে।
ম্বই কংগ্রেস X প্লাটফর্ম থেকে এটি পোস্ট করেছে। সঙ্গে ক্যাপশন - "গাদচিরোলির আহেরি এলাকার ভিডিও। বাসের ছাদ চুঁইয়ে জল পড়ছে আর মাথায় ছাতা ধরে বাস চালাচ্ছেন চালক। মহারাষ্ট্রের সরকারি বাস পরিবহণ ব্যবস্থার এটাই হাল। যাঁরা এই বাসে যাতায়াত করেন, তাঁদের সুরক্ষা এখন সর্বশক্তিমানের হাতেই!” রাজনৈতিক কারণে পোস্ট হলেও সবার সামনে এটা আসা দরকার ছিল। যে দেশের চন্দ্রযান চাঁদে যায়,সেই দেশেই সরকারি বাসের চালকের মাথায় জল পড়ে - এমন দ্বৈত দৃশ্য সত্যিই অবাক করে নাগরিক মহলকে। পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে প্রতিদিন গড়ে ৬০ লক্ষ মানুষ মহারাষ্ট্রের সরকারি বসে যাতায়াত করেন।