দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিনের শুরুতে, বিকেলে অথবা কাজের মাঝে মাঝেই নিজের এনার্জিকে বুস্ট করে নিতে চায়ের অবদান অনস্বীকার্য। আর চায়ের অবদানের ভাগে খানিকটা অবদান রয়েছে চা পেয়ালার অর্থাৎ চায়ের কাপের। চায়ের আড্ডার শোভা বাড়াতে আবার অনেকেই নিজেদের বাড়িতে বিচিত্র কিছু কেটলির ব্যাবহার করে থাকেন। এছাড়া বাড়ির টি-টেবিল থেকে শুরু করে ক্যাফেটেরিয়া ও বিভিন্ন আলিশান রেস্তরাঁতেও দেখতে পাওয়া যায় নানান কেটলি। তবে এই কেটলিগুলি দেখতে যেমন আকর্ষণীয়, ঠিক তেমনই এদের দামও ব্যাপক। তবে আজ যে কেটলিটির কথা বলবো তাঁর দাম শুনলে অবাক হবেন আপনি। সোনা, হিরে আরও অন্যান্য মণিমুক্তসহকারে সাজানো, সাদা হাতলযুক্ত এই কেটলির দাম প্রায় ২৪ কোটি টাকা। ব্রিটেনের এন শেঠিয়া ফাউন্ডেশন দ্বারা সুসজ্জিত এই কেটলিটির ‘দ্য ইগোয়িস্ট’। ইংরেজিতে এই শব্দের অর্থ অহঙ্কারী। অবশ্য কেটলিটি যে রকম দেখতে, তাতে তার অহঙ্কার করাই সাজে। ২০১৬ সালে সবচেয়ে দামি চায়ের পাত্র হিসাবে বিশ্বে নজির গড়েছিল এই কেটলি। দিন কয়েক আগে এই কেটলিটির কাহিনি টুইটারে তুলে ধরেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।