Game

1 week ago

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান প্রথম জয়ের দেখা পেল

Pakistan sees first win
Pakistan sees first win

 

নিউইয়র্ক, ১২ জুন : কানাডার দেওয়া অল্প রানকেও উড়িয়ে দেওয়ার সুযোগ ছিল না পাকিস্তানের। কারন দু'ম্যাচ হারা দলটির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল।শেষ পর্যন্ত বাবর ও রিজওয়ানের ব্যাটে ভর করে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল পাকিস্তান। আর এই ম্যাচ জিতে বিশ্বকাপে আপাতত টিকে রইলো পাকিস্তান। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল বাবরের দল। এরপর অনেক সংশয়ের উপর থাকতে হবে পাকিস্তানকে।যেমন শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে, তাহলে তাদের সুপার এইটে ওঠার সুযোগ থাকতে পারে। তবে সেক্ষেত্রে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফল দিকেও তাকিয়ে থাকতে হবে বাবরদের।নিউইয়র্কে মঙ্গলবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে কানাডা। পাকিস্তান এই রান তিন উইকেটে তুলে নেয়।

৫৩ বলে ২ চার ও এক ছক্কায় অপরাজিত ৫৩ রানের ইনিংস উপহার দেন কিপার-ব্যাটসম্যান রিজওয়ান। ম্যাচের সেরা হয়েছেন মোহাম্মদ আমির। তিনি ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট।


You might also like!