West Bengal

2 weeks ago

Mamata Banerjee: "কেন বিজেপি জিতল, ওরা এখানে কী করেছে" সভায় প্রশ্ন মমতার

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

জলপাইগুড়ি, ১৩ এপ্রিল: ‘‘বিধানসভায় গৌতম দেবকে টিকিট দিয়েছিলাম। ওঁর সভায় উপচে পড়া ভিড় হয়েছিল। কিন্তু ও জিতল না। এটা আমার দুঃখ। কেন বিজেপি জিতল? ওরা এখানে কী করেছে? যদি কিছু দিয়ে থাকে, আমার আপত্তি নেই। কিন্তু কাজ আমরা করেছি।’’

গত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূলের হার নিয়ে শনিবার এভাবেই আক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির সভা থেকে তিনি বলেন, ‘‘গত ১৩-১৪ দিন ধরে আমি উত্তরবঙ্গেই আছি। এখানেই থাকব এখন। এরপরে কালী পুজো দিতে কলকাতায় যাব। আবার ফিরে আসব। বীরপাড়া, ময়নাগুড়িতে সভা করে শিলিগুড়িতে আসব। মিছিল করব। ১৭ তারিখ পর্যন্ত আপাতত আছি। সে দিন অসমে যাব। সেখানে ৪ আসনে লড়ছি। ১৮ তারিখ উত্তরবঙ্গে। সম্ভবত দুই দিনাজপুর। তার পরে মালদা।'’

আর মাত্র ছ'দিন ৷ ১৯ এপ্রিল প্রথম দফার ভোটে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে লোকসভা ভোট৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই তিন কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করছেন৷ শনিবার তিনি শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার জাবরাভিটায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভায় আসেন ৷

ডাবগ্রাম-ফুলবাড়িতে এই জনসভা যথেষ্ট তাৎপর্য বলে মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ, একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছিল তৃণমূল৷ বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব৷ একই ফল হয়েছিল পঞ্চায়েত নির্বাচনেও৷ ডাবগ্রাম ২ অঞ্চল হাতাছাড়া হয় তৃণমূলের৷ আর তাই ওই বিধানসভা এলাকায় ঘাটতি পূরণে মাঠে নেমেছেন স্বয়ং তৃণমূলনেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন চালসা থেকে সড়কপথে সরাসরি জনসভা মঞ্চে পৌঁছান৷ এখান থেকে এদিনই কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী।


You might also like!