West Bengal

10 months ago

Mamata Banerjee at Egra : বৃহস্পতিবার এগরায় মমতা! বিস্ফোরণ-ক্ষতে প্রলেপ দিতে মরিয়া তৃণমূল

Mamata Banerjee CM of WB (File Picture)
Mamata Banerjee CM of WB (File Picture)

 

কলকাতা, ২৪ মে  : বৃহস্পতিবার এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদিকুলে বিস্ফোরণস্থলের পাশাপাশি স্বজনহারাদের সঙ্গেও কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ভয়াবহ বিস্ফোরণের ফলে দল এবং প্রশাসন সম্পর্কে এলাকার মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছিল তাতেও প্রলেপ লাগবে বলেই মনে করছে তৃণমূল।

প্রশাসন সূত্রে খবর, হেলিকপ্টারে সেখানে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করতে পারেন নিহতদের পরিজনদের সঙ্গেও। ক্ষতে প্রলেপ দিতে প্রায় ২ সপ্তাহ পর খাদিখুলে যেতে চলেছেন মমতা। তার পরই রাজ্যের বিভিন্ন এলাকায় বেআইনি বাজি তৈরি রুখতে তৎপর প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফরের ইঙ্গিত পাওয়ার পরেই অস্থায়ী হেলিপ্যাড তৈরির শুরু হয়েছে। খাদিকুল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আলিপুর গ্রামের ফাঁকা মাঠে সেই হেলিপ্যাড তৈরি করা হবে। মঙ্গলবার সেই জায়গাটি পরিদর্শনও করেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী ঘুরে দেখতে পারেন বিস্ফোরণস্থল। খাদিকুলে বিস্ফোরণের ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। খাদিকুল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই দিকেই নজর সবার।

এগরার খাদিকুলে ভানু বাগের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জন নিরীহ গ্রামবাসীর৷ পরে ওড়িশার হাসপাতালে মৃত্যু হয় ভানু বাগেরও। তা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়৷ বিস্ফোরণের ভয়াবহতার নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

পরবর্তী সময়ে দেখা যায় তৃণমূলের প্রতিনিধিরা ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা৷ বিক্ষোভের জেরে কোনও রকমে এলাকা ছাড়েন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের সাংসদ-বিধায়করা৷ রাজ্যের শাসকদলের প্রতিনিধিদের দেখে গ্রামবাসীদের 'চোর' স্লোগানও দিতে শোনা গিয়েছিল ৷ ঘটনায় দল এবং স্থানীয় প্রশাসনের ভাবমূর্তিতে যে যথেষ্ট আঘাত লেগেছিল তা ভালো মতোই আঁচ করতে পেরেছেন মুখ্যমন্ত্রী ৷ এবার তাই কাল বিলম্ব না করে নিজেই ঘটনাস্থলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

নবান্নের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জেলা প্রশাসনের তরফে অবশ্য মুখ্যমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চত করা গিয়েছে। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এগরা আসছেন।

You might also like!