West Bengal

3 months ago

Rupnarayan river dam:রূপনারায়ণ নদের বাঁধ রক্ষায় রাত জাগলেন গ্রামবাসীরা, আতঙ্কে ঘুম উড়েছে

Rupnarayan river dam
Rupnarayan river dam

 

মহিষাদল, ১৮ সেপ্টেম্বর : মহিষাদলের অমৃতবেড়িয়ায় রূপনারায়ণ নদের বাঁধ রক্ষা করতে রাত জাগলেন গ্রামবাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০ নাগাদ পূর্ণিমা কোটালে জোয়ারের জল বাড়তেই বাঁধ ভাঙার আশঙ্কায় ঘুম উড়ে যায় বাসিন্দাদের। অমৃতবেড়িয়ার ওই জামাইপাড়া এলাকায় কয়েকদিন আগে ভয়াবহ ভাঙন হয়। বাঁধ মেরামতের পরও দু'বার ধসে যায়।

মঙ্গলবার দুপুর নাগাদ ফের বাঁধে ধসে গিয়ে ভাঙন দেখা দেয়। জেলাশাসক পূর্ণেন্দু মাজি নিজে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত বাঁধ মেরামত শুরু করতে বলেন সেচের ইঞ্জিনিয়ারদের। রাতে বাঁধের অবস্থা খতিয়ে দেখতে যান মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়ও। পাশাপাশি নদী বাঁধের পাশে বসবাসকারী পরিবারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

You might also like!