West Bengal

4 days ago

Adhirranjan Chowdhury:“রাজ্য সরকার সমস্ত রকম ভাবে আন্দোলনকে ব্যাহত করতে চাইছে”, কটাক্ষ অধীরের

Adhirranjan Chowdhury
Adhirranjan Chowdhury

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- “রাজ্য সরকার সমস্ত রকম ভাবে এই আন্দোলনকে ব্যাহত করতে চাইছে। তাই কংগ্রেস দলের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন, গণতান্ত্রিক মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আবেদন জানাচ্ছি।” শনিবার সামাজিক মাধ্যমে এই বার্তা দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

তিনি লিখেছেন, “বিগত ২ মাসেরও বেশি সময় ধরে রাত দখল, মিছিলের মধ্য দিয়ে আর জি করের চিকিৎসকের ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনার প্রতিবাদে সামিল হতে দেখা গেছে সর্বস্তরের সাধারণ মানুষকে।

‘প্রতিবাদের স্বর’কে স্তব্ধ করতে সরকার, পুলিশ ও শাসক দলের দুষ্কৃতীরা প্রতিমুহূর্তে প্রচেষ্টা চালাচ্ছে... মিথ্যা মামলায় প্রতিবাদীদের জেলবন্দী করে আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাইছে তাঁরা।

দিন তিনেক আগে কয়েকজন প্রতিবাদী বিচারের দাবিতে স্লোগান দেওয়ায় তাঁদেরকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ১০ দফা দাবিতে জুনিয়ার চিকিৎসকদের অনশন শুরু হয়েছে গত শনিবার সন্ধ্যা থেকে। অনশনকারী কয়েকজন চিকিৎসকের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক! অথচ বাংলার মুখ্যমন্ত্রী এ বিষয়ে উদাসীন।কংগ্রেস কর্মীদের বলবো দলীয় পতাকা ছাড়া আপনারাও এই আন্দোলনে অংশগ্রহণ করুন।”

You might also like!