West Bengal

1 year ago

Harshbardhan Shringla শিলিগুড়িতে জনসংযোগে এসে পরিবর্তনের ডাক প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার

Harshvardhan Shringla (File Picture)
Harshvardhan Shringla (File Picture)

 

শিলিগুড়ি, ১৪ জানুয়ারি  : গত কয়েকদিন ধরেই শিলিগুড়িতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জনসংযোগ করছেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার। রবিবার জনসংযোগে এসে পরিবর্তনের ডাক দিলেন প্রাক্তন বিদেশ সচিব।

রবিবার সমাজসেবামূলক একটি কাজে অংশ নিতে বিধায়ক শংকর ঘোষের এলাকা বেছে নিয়েছিলেন প্রাক্তন বিদেশ সচিব। এখানেই পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন শ্রিংলা। তাহলে কি তিনি দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিবর্তনের কথা বলছেন? শ্রিংলা জানান, তিনি রাজনীতির কথা বলছেন না। উন্নয়নের কথা বলছেন। দার্জিলিং লোকসভা এলাকা টানা ১৫ বছর ধরে বিজেপির হাতে রয়েছে। শিলিগুড়ির সমস্ত বিধায়ক বিজেপির।

You might also like!