কলকাতা, ১৩ সেপ্টেম্বর : দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৫ সেপ্টেম্বর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বৃষ্টি হবে কলকাতাতেও। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্রও হয়ে উঠেছে উত্তাল, তাই মৎস্যজীবীদের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৫ সেপ্টেম্বর ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যাশিত। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১৫ তারিখও জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কারণেই রবিবার পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গে এই দুর্যোগের সম্ভাবনা রয়েছে।