দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাখির চোখ লোকসভা নির্বাচন। বাংলায় ৩৫টি আসন দখলের টার্গেট হিট করতে কোনও খামতি রাখতে চাইছে না বিজেপি। বিজেপি যুব মোর্চার তরফে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে কলকাতা-সহ রাজ্যের ৪৬২টি জায়গায় প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। নতুন ভোটারদের জন্য বার্তা দেবেন মোদি। দেশজুড়ে প্রথম ভোটারদের বার্তা দেওয়ার কথা নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। পোস্টে লিখেছেন, গণতন্ত্রের মহোৎসব উদ্যাপনের দিন ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণে উৎসাহ দিতেই এই বার্তা।
এদিন নতুন ভোটারদের নিয়ে একটি কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। 'নমো নব মতদাতা সম্মেলন'- নামে এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। চলতি মাসে দিল্লিতে এই কর্মসূচির সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। রাজ্য়ের ২০০টি জায়গায় এই 'নমো নব মতদাতা সম্মেলন' করবে বিজেপি যুব মোর্চা।পাশাপাশি, নতুন ভোটারদের জন্য় বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। এই সম্মেলনের আগেএর আগে ১৩ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় প্রচার করেছে বিজেপি যুব মোর্চা।
এর আগে গত ২৬ ডিসেম্বর কলকাতায় এসে ডিজিটাল মাধ্যমে প্রচারে জোর দেওয়ার কথা বলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই অনুযায়ী, নমো অ্যাপের মাধ্যমে প্রচারে নামছে রাজ্য বিজেপি। এই অ্যাপের মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের প্রচারের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। ডিজিটাল মাধ্যমে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কলকাতায়এসে রাজ্য সভাপতির উপস্থিতিতে সাংসদ-বিধায়ক থেকে জেলা-মোর্চা নেতৃত্ব এই বিশেষ কর্মশালায় অংশ নিয়েছিল। ঠিক হয়েছে, এই নমো অ্যাপের মাধ্যমে ফান্ড সংগ্রহের পাশাপাশি বিকশিত ভারত কর্মসূচিতেও জোর দেওয়া হবে।