West Bengal

1 year ago

Draupadi Murmu : রাষ্ট্রপতি দ্রৌপদী আজ থেকে দু’দিন বাংলায়, কলকাতায় নাগরিক সংবর্ধনা

drapudi murmu
drapudi murmu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রপতি দৌপদী মুর্মু  সোমবার দু’দিনের সফরে বাংলায় আসছেন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য সরকার তাঁর নাগগিক সংবর্ধনার আয়োজন করেছে। বর্তমান রাষ্ট্রপতির এটাই প্রথম বঙ্গ সফর।

রাষ্ট্রপতির সচিবালয় থেকে জানানো হয়েছে, দ্রৌপদী মুর্মু সোমবার কলকাতায় এসে প্রথমে যাবেন এলগিন রোডের নেতাজি ভবনে। সেখানে সুভাষচন্দ্র বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পর যাবেন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। বিকালে নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এই সংবর্ধনার আয়োজন করেছে রাজ্য সরকার। উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা পুলিশ জানিয়েছে, রাষ্ট্রপতির সফরের কারণে শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পথে নামবে বাড়তি পুলিশ। যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সোমবার বেলা ১২’টা নাগাদ রাষ্ট্রপতির কলকাতায় পৌঁছনোর কথা।

মঙ্গলবার রাষ্ট্রপতি প্রথমে যাবেন বেলুড় মঠে। সেখান থেকে কলকাতায় ফিরে ইউকো ব্যাঙ্কের ৮০ তম বর্ষে পদার্পণের অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর যাবেন শান্তিনিকেতন। সেখানে তিনি অংশ নেবেন বিশ্বভারতীয় বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠানে। রাষ্ট্রপতি বিশ্বভারতীর পরিদর্শক।


You might also like!