West Bengal

3 months ago

Massive river erosion in Mahishadal:মহিষাদলে বিশাল নদী ভাঙন; এলাকায় উত্তেজনা, রাতেই শুরু কাজ

Massive river erosion in Mahishadal
Massive river erosion in Mahishadal

 

মহিষাদল, ৭ সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে নদী ভাঙনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শুক্রবার রাতে মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রামে রূপনারায়ণ নদী বাঁধের ভাঙন দেখা দেয়। জানা গিয়েছে, অমৃতবেড়িয়ার জামাইপাড়ার কাছে রূপনারায়ণের বাঁধের প্রায় ১৫০ মিটার অংশ ধসে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই ভাঙনের জেরে এলাকার কংক্রিটের রাস্তা সম্পূর্ণ বসে গিয়েছে। রাতেই নদী বাঁধ রক্ষার কাজ শুরু হয়। নদী ভাঙনের ঘটনা নিয়ে এলাকায় প্রচারও করছেন মহিষাদলের বিডিও।

You might also like!