West Bengal

1 year ago

Joiprakash Majumder on BJP'S Activities : বিজেপি-র সব নেতাই ব্যোমকেশ বক্সী হয়ে উঠেছেন: জয়প্রকাশ মজুমদার

joiprakash Majumder byte today against bjp
joiprakash Majumder byte today against bjp

 

কলকাতা, ১৬ আগস্ট : এখন তো বিজেপি-র সব নেতাই ব্যোমকেশ বক্সী হয়ে উঠেছেন। রাজনৈতিক ভাবে মানুষের কাছে না গিয়ে ব্যোমকেশ বক্সীর কাজ করছেন, বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন জয়প্রকাশ মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে জয়প্রকাশ মজুমদার বলেন, ''এখন তো বিজেপি-র সব নেতাই ব্যোমকেশ বক্সী হয়ে উঠেছেন। রাজনৈতিক ভাবে মানুষের কাছে না গিয়ে ব্যোমকেশ বক্সীর কাজ করছেন। এই যে বলছেন, সামনে কে রয়েছেন, পিছনে কে রয়েছেন, তা তদন্তকারীদের হাতে ছেড়ে দিন না। আর উনিই বা এত ভিতরের খবর জানছেন কী করে ? ইডি-সিবিআই তদন্ত করছে।"

জয়প্রকাশ কটাক্ষের সুরে বলেছেন, "বিজেপি-র নেতারা মাইক সামনে পেলে, টিভির বুম পেলে ব্যোমকেশ বক্সীর মতো ঘোষণা করে দিচ্ছেন, কে দোষী, কে নির্দোষ। এই নিম্নমুখী রাজনীতি বন্ধ হওয়া উচিত। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছেন, আগে থেকে মিডিয়া ট্রায়াল, দোষী সাব্যস্ত করে দেওয়া, ইডি-সিবিআই অজান্তে নিজেদের রিপোর্ট কোর্টে জমা না দিয়ে ফাঁক করছে। কে দোষী আইন মেনে আদালতই নির্ণয় করুক। তার পর বোঝা যাবে। বিজেপি নেতাদের বলব, ব্যোমকেশ বক্সী হয়ে নির্বাচন জেতা যায় না। গ্রহণযোগ্য হয়ে ওঠা যায় না মানুষের কাছে।''


You might also like!