West Bengal

1 year ago

Digha : নড়বড়ে অবস্থা জেটির ! দিঘায় ক্রুজ চালানোর উদ্যোগ ঘিরে আশঙ্কা আরো বাড়লো

cruise in Digha (File Picture)
cruise in Digha (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিঘায় প্রমোদতরী চালু করার উদ্যোগে আপাতত রাশ টানতে হচ্ছে কতৃপক্ষকে। দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য প্রমোদতরী চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফে। প্রাথমিকভাবে নির্দিষ্ট করা হয়েছিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে এই প্রমোদতরীটি শুরু করা হবে। দু'দুবার ট্রায়াল রানও হয়েছে।

ন্যায়কালী মন্দির লাগোয়া জেটি থেকে শংকরপুর বন্দর ও দিঘা মোহনা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার জলপথে এই প্রমোদতরীর ট্রায়াল হয়েছিল। এর আগে এমভি নিবেদিতা নামক একটি প্রমোদতরী দিঘাতে পৌঁছেছিল। রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, দিঘা শংকরপুর উন্নয়ন কর্তৃপক্ষের হাতে তা দেওয়া হয়। যদিও সেখানে পর্যটকদের চাহিদা সেভাবে ছিল না।

কিন্তু, জেটিতে বা জলযানে ওঠা নামার জন্য যে রাস্তা রয়েছে তা তৈরি হওয়ার কাজ এখনও বাকি রয়েছে। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফে জানানো হয়েছে, এই প্রমোদতরীটি কোন সংস্থা চালাবে তা নিশ্চিত করার জন্য একটি টেন্ডার ডাকা হয়েছিল। বেশ কয়েকটি সংস্থা টেন্ডার জমা দিয়েছিল। যাবতীয় তথ্য খতিয়ে দেখে একটি যোগ্য সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

এই প্রমোদতরীতে বিলাসের সমস্ত রকম ব্যবস্থা থাকবে। রয়েছে নাচ গানের জায়গা। নতুন বছরে এই প্রমোদতরীটির চালু হওয়ার কথা ছিল। কিন্তু, এখনও পর্যন্ত তারিখ নিশ্চিত নয়। কারণ ন্যায়কালী মন্দির পর্যন্ত রাস্তাটি পাকার হলেও সেখান থেকে যে রাস্তাটি সেতুর নীচ পর্যন্ত গিয়েছে তা মোরামের। এরপর জেটি পর্যন্ত রাস্তাটি কাঁচা। এই রাস্তাটি সেচ দফতরের বাঁধের উপর দিয়ে গিয়েছে। ফলে সংশ্লিষ্ট দফতরের দায়িত্ব সেই রাস্তার রক্ষণাবেক্ষণ করার।

পাশাপাশি জেটিটিতে মরচে ধরেছে। ফলে যাতে তা কোনওভাবেই সাধারণ মানুষের সমস্যার কারণ হয়ে না দাঁড়ায় বা এর ভারবহন ক্ষমতা বিপদ ডেকে না আনতে তা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই যাবতীয় বিষয়গুলির কথা মাথায় রেখে নতুন করে শনাক্ত করা হচ্ছে জেটি। নতুন করে কোনও জেটি শনাক্ত করা হলে তা নির্বাচিত করা হবে এবং তারপর চালু করা হবে প্রমোদতরী। এই বিষয়ে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক সৈকত হাজরা জানান, এই বিষয়টি জেলা শাসকের তত্ত্বাবধানে রয়েছে।তবে এ প্রসঙ্গে এখনো কিছু জানান নি জেলা শাসক। 


You might also like!