মুর্শিদাবাদ, ১১ সেপ্টেম্বর : এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, প্রসব যন্ত্রণা নিয়ে মঙ্গলবার রাতে বীরভূমের কুনুটিয়া গ্রামের বাসিন্দা আবিদা সুলতানা ওই হাসপাতালে ভর্তি হন। কিন্তু এরপরই আবিদার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতার পরিজনদের বোঝানোর পর পুলিশ আধিকারিকদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।