কলকাতা, ২ মার্চ: অবসর নিলেন হাওড়া জেলার প্রাথমিক স্কুল পরিদর্শক প্রবীর কুমার পাত্র। তিনি অবসর নিলেন হাওড়ার প্রাইমারি শিক্ষা দপ্তর নিত্যধন মুখার্জি রোডের কার্যালয় থেকে। তার দীর্ঘ ৩০ বছরের পরিক্রমা শুরু হয়েছিল দক্ষিণ দিনাজপুর শিক্ষা দপ্তর থেকে। এছাড়া তিনি স্কুল পরিদর্শক হিসেবে কাজ করেছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা থেকেও। তাছাড়া কাজ করেছেন কলকাতার বিকাশ ভবনেও।
মৃদুভাষী প্রবীর বাবু শিক্ষার সঙ্গে সারাটা জীবন জড়িয়ে থাকলেও তিনি ধর্ম সংক্রান্ত বই পড়তে খুবই ভালোবাসেন। চাকরিতে থাকাকালীন অবসর পেলেই তিনি ধর্ম সংক্রান্ত বই নিয়ে পড়াশুনা করেছেন। এবার তিনি অবসরে চান ধর্ম সংক্রান্ত বই নিয়ে ডুব দিতে। তাছাড়া তিনি খুবই ভ্রমণ প্রিয় মানুষ। তাই তিনি মাঝে মধ্যে ঘর ছেড়ে চলে যেতে চান বহু দূরে।