বর্ধমান, ৩ জানুয়ারিঃ এবার বাস বন্ধ করে কর্মবিরতি শুরু করলেন পূর্ব বর্ধমানের বাস চালকরা। উপলক্ষ কেন্দ্রীয় পরিবহণ নীতির প্রতিবাদ। আর এর জেরেই ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বর্ধমান জেলার উল্লাস এবং নবাবহাট বাসস্ট্যান্ড থেকে হাতেগোনা কয়েকটা বাদে চলছে না বেশিরভাগ বাসই। জরুরী প্রয়োজনে বেড়িয়ে সমস্যায় যাত্রীরা। উলটে গন্তব্যে পৌঁছাতে বেশি ভাড়াও গুনতে হচ্ছে।
বর্ধমান থেকে বাইরে ও শহরের মধ্যে বেশকিছু বাস বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে বর্ধমান-কাটোয়া, বর্ধমান-আরামবাগ, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান-বাঁকুড়া, বর্ধমান-কালনা-সহ বেশকিছু রুটের বাস বন্ধ করে দেওয়া রয়েছে। বন্ধ রয়েছে একাধিক টাউন সার্ভিস।
বিনোদ সাউ নামে এক বাসচালক বলেন, 'আমরা চাই অমিত শাহ যে আইন বানিয়েছেন সেটা যেন বন্ধ করা হয়। আমরা ক'টা টাকা পাই? এত দল বদলায়, কিন্তু ড্রাইভারের যে মাইনে বাড়বে এই বিষয়ে কারও চিন্তা নেই। যদি ৭ লাখ টাকা ড্রাইভারের কাছে থাকে, তাহলে সে গাড়ি চালাতে আসবে কেন? ড্রাইভার জীবনে ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছে, তারপরেও ৭ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের জেল। দুর্ঘটনা হলে সবসময়ই ড্রাইভার চেষ্টা করবে পালিয়ে যাই, নয়তো জনতা পিটিয়ে মেরে দেবে। একদিকে জনতা মারবে, অন্যদিকে সরকার মারবে, তাহলে কোনদিকে যাব? তার থেকে গাড়ি বন্ধ করে দেওয়া ভালো।