Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Siliguri : মিশনারিজ অফ চ্যারিটি, স্নেহা ভবনে রাজ্যপাল

Governor at Missionaries of Charity, Sneha Bhavan
Governor at Missionaries of Charity, Sneha Bhavan

 

জলপাইগুড়ি  :  জলপাইগুড়ি আসাম মোর মিশোনারিজ অফ চ্যারিটি, স্নেহা ভবনে শুক্রবার সকাল এগারোটা নাগাদ রাজ্যপাল আসেন। সকাল থেকে তারই প্রস্তুতি ছিল তুঙ্গে। রয়েছে কড়া পুলিশি ব্যবস্থা।জলপাইগুড়ির আসাম মোড়ে অবস্থিত মিশোনারিজ অফ চ্যারেটিতে এ কর্মসূচিতে যোগ দেন রাজ্যপাল। এদিন এমনটাই জানিয়েছেন মিশোনারিজ অফ চ্যারেটির তরফে ।সেই কারণে ইতিমধ্যেই মোহিত নগর, আসাম মোড় মাদার হাউসে এখন সাজো সাজো রব।

হোম কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জানান, আমরা ওনাকে স্বাগত জানাবার জন্য তৈরি। এই পাশাপাশি এখানে শীত কম্বল এবং ট্রাইসাইকেল সহ ফল বিতরণের কর্মসূচি  ছিল বলে জানা গেছে। এখান থেকে রাজ্যপাল তার পুরোনো কর্মস্থল জলপাইগুড়ি শহরে একটি রাষ্ট্রায়াত্ত ব্যাংকে যাওয়ার কথা। তার কিছু প্রোগ্রাম রয়েছে বলে সূত্রের খবর।অপরদিকে পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো  জানান পুলিশি আয়োজন যথেষ্ট রয়েছে ।

You might also like!