West Bengal

1 year ago

Cox's Bazar: কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে আগুন, পুড়ে ছাই ৫০টিরও বেশি ঘর

Fire in Rohingya camp in Cox's Bazar, burnt more than 50 houses
Fire in Rohingya camp in Cox's Bazar, burnt more than 50 houses

 

কক্সবাজার, ১ জানুয়ারি: বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির ভয়াবহ আগুন লাগে। পুড়ে গিয়েছে কমপক্ষে ৫০টি অস্থায়ী ঘর ও ছাউনি। তবে দুর্ঘটনায় এখনও অবধি হতাহতের কোনও খবর নেই।

রবিবার বর্ষশেষের রাতে আনন্দ-উদযাপনে যখন মুখর দুনিয়া, সেই সময়ই পুড়ে ছাড়খার হয়ে গেল রোহিঙ্গা শিবির। জানা গিয়েছে, শনিবার, ৩১ ডিসেম্বরের রাতে ভয়াবহ আগুন লাগে বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায়। রাত আড়াইটে নাগাদ রোহিঙ্গা শিবিরে আগুন লেগে যায়। নিমেষেই পুড়ে যায় একের পর এক বাড়ি। কগমপক্ষে ৫০টি বাড়ি পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও অবধি হতাহতে্রর কোনও খবর মেলেনি।

উখিয়ার দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার গভীর রাতে আগুন লাগে শরনার্থী শিবিরে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমলের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কী করে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!