West Bengal

1 day ago

South 24 Parganas Blast: ঢোলাহাটে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু

South 24 Parganas Blast (Symbolic Picture)
South 24 Parganas Blast (Symbolic Picture)

 

দক্ষিণ ২৪ পরগনা, ১ এপ্রিল : দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমার ঢোলাহাটে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন একই পরিবারের ৮জন সদস্য। মৃতদের মধ্যে রয়েছে দুই সদ্যোজাত-সহ চারটি শিশু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তাঁর। বংশ পরম্পরায় দীর্ঘ দিন ধরেই বাজি বানাতেন তাঁরা, এই বাজিই কেড়ে নিল একই পরিবারের ৮ সদস্যের প্রাণ। ঢোলাহাট থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, পাথর প্রতিমার ঢোলাহাট থানার অন্তর্গত রায়পুরের তৃতীয় ঘেরি এলাকার বাসিন্দা এই পরিবার। তাদের পরিবারে মোট ১১ জন সদস্য। চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক দুই ভাই। সোমবার রাতে এই দুর্ঘটনায় তাঁদের বাবা অরবিন্দ বণিক (৬৫), ঠাকুমা প্রভাবতী বণিক (৮০), চন্দ্রকান্তের স্ত্রী সান্ত্বনা বণিক (২৮), দুই সন্তান অর্ণব বণিক (৯) ও অস্মিতা বণিক (৮ মাস) এবং তুষারের দুই সন্তান অনুষ্কা বণিক (৬) এবং অঙ্কিত বণিক (৬ মাস) মারা গিয়েছেন। তুষারের স্ত্রী অর্থাৎ সুতপা বণিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।  তিন জন বাড়ির বাইরে ছিলেন। 

সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায়। তার কিছু ক্ষণ বাদে স্থানীয়েরা দেখতে পান আগুনের গ্রাসে একটি বাড়ি। শুরু হয় হইচই। আগুন নেভানোর চেষ্টার মধ্যে আবার কয়েকটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় আগুন নেভানোর কাজ। পুলিশ সূত্রের খবর, বাড়িতেই বাজি মজুত ছিল। সেখান থেকে এই অগ্নিকাণ্ড। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

You might also like!