দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বঙ্গ রাজনৈতিক মহলের অন্দরে জল্পনা, বিজেপিতে যোগদান করতে চলেছেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী। এরপরেই আলোড়ন পড়ে গিয়েছে। তবে কি উত্তরবঙ্গে তৃণমূলের বড়সড় ধাক্কা! এবার এই নিয়ে প্রথম এই সময় ডিজিটালে মুখ খুললেম পরেশ।
এপ্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, এই যাবতীয় গুজব ভিত্তিহীন। বিজেপিতে যোগদান করছেন না তিনি। তাঁর আরও সংযোজন, ‘শুভেন্দু অধিকারীর সভার আগে এই সমস্ত গুজব ইচ্ছাকৃতভাব রটানো হচ্ছে। আমি বিজেপিতে যোগদান করছি না।’
উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি মেখলিগঞ্জে সভা করার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শোনা যাচ্ছিল, এই দিনই নাকি তাঁর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখাবেন উত্তরবঙ্গের এই দাপুটে নেতা।যদিও যাবতীয় গুঞ্জন খারিজ করে দিয়েছেন পরেশ স্বয়ং। উল্লেখ্য, এই গুঞ্জন প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, 'এই নিয়ে কোনও মন্তব্য করব না। বিজেপির এই অভ্যাস আছে। যাঁদের বিরুদ্ধে CBI-ED অভিযোগ থাকে তাঁদের দলে নিতে বিজেপি চাপ দেয়। কিন্তু, পরেশ অধিকারীরকে নিয়ে এই মুহূর্তে কোনও মন্তব্য করছি না। আমার মনে হয় পরেশবাবু নিজেই কিছু বলবেন।'