West Bengal

11 hours ago

DVC released water from Panchet and Maithon:পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়লো ডিভিসি, তবে তুলনামূলক কম

DVC released water from Panchet and Maithon
DVC released water from Panchet and Maithon

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়লো দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। তবে এবার তুলনামূলক কম জল ছাড়া হয়েছে। রবিবার রাতে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে ছাড়া মোট ৪২ হাজার কিউসেক জল পৌঁছেছে দুর্গাপুর জলাধারে। দুর্গাপুর জলাধার থেকে রাতেই ৪৯ হাজার ৫০ কিউসেক জল ছাড়া হয়েছে।

রবিবার রাতে ডিভিসির তরফে জানানো হয়েছে, মাইথন জলাধার থেকে ৩০ হাজার এবং পাঞ্চেত জলাধার থেকে ১২ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। এই জল দামোদর নদী অববাহিকা ধরে পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে পৌঁছচ্ছে। বন্যা পরিস্থিতির জেরে এখনও জলের তলায় হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমানের বহু গ্রাম। এই পরিস্থিতিতে ডিভিসির ছাড়া জল নিচু এলাকাগুলিকে নতুন করে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

You might also like!