West Bengal

1 month ago

Debra warns of vote boycott if roads are not repaired:রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি ডেবরায়

Debra warns of vote boycott if roads are not repaired
Debra warns of vote boycott if roads are not repaired

 

পশ্চিম মেদিনীপুর : পঞ্চায়েত ভোটে ওই এলাকায় বিজেপি জিতেছে। আর সেই কারণে উন্নয়নের আলো থেকে বঞ্চিত এলাকা, অভিযোগ তেমনই। গ্রামবাসীদের দাবি, প্রায় ১২ বছর ধরে বেহাল গ্রামের রাস্তা। সংস্কার হয়নি। এমন অবস্থায় তাই এবার রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। পড়েছে ‘নো রোড, নো ভোট’ পোস্টার।

আর এই নিয়েই এবার শোরগোল পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। সেখানে গোলগ্রাম অঞ্চলের নন্দবাড়ি এলাকায় রাস্তার বেহাল দশা। গ্রামবাসীদের দাবি, রাস্তার এমন হাল যে ঢুকতে পারে না মাতৃযান। অতঃপর প্রসূতিদের জীবনের ঝুঁকি নিয়ে খাটিয়ায় করে নিয়ে যেতে হয়। এমন অবস্থায় এবার রাস্তাঘাট সংস্কার না হলে ভোটপর্বে অংশগ্রহণ না করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা।

এলাকাবাসীদের দাবি, এই রাস্তা দিয়ে আশপাশের প্রায় আটটি গ্রামের মানুষকে যাতায়াত করতে হয়। রাস্তার এমন বেহাল দশার কারণে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের সকলেই। রাস্তার খারাপ অবস্থার জন্য যে রোগীদেরও সমস্যার কথা মানছেন পুঁয়াপাট সুস্বাস্থ্যকেন্দ্রের চিফ হেলথ অফিসার। এদিকে এই রাস্তা সংস্কার না হওয়া নিয়ে ইতিমধ্যেই এলাকায় চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। এই এলাকায় গত দুটি পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতেছিল। গ্রামবাসীদের একাংশের দাবি, যেহেতু এলাকায় বিজেপি জিতেছে, সেই কারণেই উন্নয়নের আলো থেকে বঞ্চিত হচ্ছে এলাকা।

You might also like!