West Bengal

10 hours ago

Mamata Banerjee: বাইরে থেকে কোনও জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

শিলিগুড়ি, ২১ মে : 'সতর্ক থাকুন, বাইরে থেকে কোনও জঙ্গি যেন কোথাও গিয়ে আশ্রয় নিতে না পারে।' বুধবার উত্তরকন্যার বৈঠক থেকে পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুলিশকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশের ভ্যান নিয়ে যত বেশি ঘোরা যাবে, মানুষ তো জানবে যে এরা অ্যালার্ট আছে। বর্ডায় এরিয়া খুব সংবেদনশীল।" বুধবার উত্তরকন্যা প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, "আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ অসম থেকে.. কেউ এদিক থেকে, কেউ ওদিক থেকে ...বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে, এমনকী আমাদের সমর্থকের কাছ থেকেও তার নম্বর, তার প্যান-আধার নম্বর-ফোন নম্বর, সে কী করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে। আমি পুলিশকে বলব, সতর্ক থাকুন। বাইরে থেকে কোনও জঙ্গি যেন কোথাও গিয়ে আশ্রয় নিতে না পারে।"

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, "ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে। মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ডহারবার অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এখন বিজ্ঞানের যুগে মানুষ যত এগিয়ে চলছে, তেমনই আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে। যেটা মানুষ আগে ভয় পেত না। সুতরাং চোখ-কান খোলা রেখে সবাই কাজ করুন। একজনের পক্ষে সম্ভব নয়। প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে।"

You might also like!