West Bengal

4 weeks ago

Malda:তৃণমূল প্রার্থীর সঙ্গে বৈঠকের অভিযোগ মালদার ১০ প্রশাসনিক কর্তার বিরুদ্ধে

Prasoon Banerjee (left). Khagen Murmu (right).
Prasoon Banerjee (left). Khagen Murmu (right).

 

মালদা, ২৭ মার্চ  : প্রশাসনিক পদে থেকে মালদা উত্তরের তৃণমূল প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করছেন। এই অভিযোগে মালদা জেলার ১০ জন প্রশাসনিক কর্তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

তাঁর অভিযোগ, ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন প্রশাসনিক ব্যক্তিত্বরা। এ নিয়ে বুধবার শোরগোল জেলার রাজনৈতিক মহলে। যদিও খগেনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন পুলিশকর্তা প্রসূনবাবু।

মালদা উত্তরের বিজেপি প্রার্থী যাঁদের বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। শুধু জেলা প্রশাসনিক কর্তারাই নন। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের পুলিশ থানার আধিকারিকদের নামও রয়েছে খগেনবাবুর অভিযোগের তালিকায়।

তাঁর দাবি, ‘‘জেলার ওই আধিকারিকেরা তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা প্রসূনের বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নির্বাচনের কাজ করছেন।’’ তিনি বলেন, ‘‘এই সমস্ত আধিকারিকেরা নির্বাচনের কাজে যুক্ত থাকলে ভোট একেবারেই নিরপেক্ষ হবে না।’’

You might also like!