West Bengal

1 year ago

Darjeeling : দার্জিলিং-এ আবারও তুষারপাত, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে শৈলশহরে

snowfall in darjeeling
snowfall in darjeeling

 

দার্জিলিং, ২০ মার্চ : আবারও ভারী তুষারপাত হল পাহাড়ে। রবিবারের পর সোমবারও বরফের চাদরে ঢাকা পড়ল পাহাড়। তুষারপাতের পাশাপাশি, দার্জিলিঙের কয়েকটি জায়গায় বৃষ্টিও হয়েছে এদিন। তার জেরে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে শৈলশহরে। তুষারপাতের জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। সোমবার সকাল থেকে ব্যাপক পরিমাণে তুষারপাত হয়েছে সান্দাকফু, ফালুট-সহ কয়েকটি এলাকায়।

তুষারপাতের জেরে পাহাড়ের কিছু জায়গায় যানবাহন চলাচল স্বাভাবিক নয়। দার্জিলিঙে এখন পর্যটকের সংখ্যা অপেক্ষাকৃত কম। তবে যে কয়েক জন রয়েছেন তাঁরা এই মার্চেও উপভোগ করছেন তুষারপাতের মজা। এই পরিস্থিতিতে দার্জিলিং, কালিম্পং-সহ সমতলে ভোররাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। বিভিন্ন জায়গায় ভারী বর্ষণও হয়েছে। তার জেরে তাপমাত্রা নেমেছে পাহাড়ে। আগামী ৪৮ ঘন্টা এমনই আবহাওয়া থাকবে পাহাড় জুড়ে। এমনটাই জানাচ্ছে সিকিমের আবহাওয়া দফতর।

You might also like!