West Bengal

1 year ago

Narendrapur Incident: নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহের ঘটনায় গ্রেফতার আরও ৪, পাকড়াও তৃণমূল নেতা প্রবীরও

Narendrapur Incident (File Picture)
Narendrapur Incident (File Picture)

 

নরেন্দ্রপুর, ২ ফেব্রুয়ারি: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের একটি স্কুলে শিক্ষক নিগ্রহের ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে তৃণমূল কংগ্রেস নেতা প্রবীর সর্দার ওরফে ছোটন ও তাঁর সঙ্গী অসীম ঈশ্বরও রয়েছে, বৃহস্পতিবার রাতে এই ৪ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোটন ও অসীমের বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়। এফআইআরে নাম থাকা পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু এবং ম্যানেজিং কমিটির সদস্য মনিজুর রহমান মণ্ডলকে শুক্রবার ভোরে গ্রেফতার করে পুলিশ।

নরেন্দ্রপুরের ঘটনায় এই নিয়ে এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। এফআইআরে নাম থাকা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আকবর আলি খান কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও অধরা। অভিযুক্ত প্রধান শিক্ষক আলিপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। আগামী ৬ ফেব্রুয়ারি সেই মামলার শুনানি রয়েছে। মাধ্যমিক পরীক্ষার সময় কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার স্কুল চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।


You might also like!