Video

2 months ago

Murarayi News | মুরারইয়ে রেল আন্ডারপাসে জলজটে যান চলাচল বন্ধ

 

মুরারইয়ের রেলওয়ে আন্ডার পাশে জল জমে ভোগান্তি স্থানীয় থেকে লরি চালকদের। এদিন ২২ শে মে বৃহস্পতিবার সকালের দিকে সেই চিত্র উঠেছে আমাদের ক্যামেরায়। জানা গিয়েছে গতকাল রাত্রে এক ঘন্টার বৃষ্টিতে জল জমে যায় রেলওয়ে আন্ডার পাশে। তার কারণ রেলওয়ে আন্ডার পাশ দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। গতকাল রাত্রের দিক থেকে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে গেছে।তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে পাম্প লাগিয়ে জল বের করার কাজ শুরু করেছে রেলের পক্ষ থেকে। কতটা সমস্যায় পড়েছে লরি চালকরা শুনুন তাদের কাছ থেকে।

You might also like!