ফালাকাটা :চিতা বাঘ খাঁচাবন্দি করতে পাতা হয় লোহার খাঁচা,আর সেই খাঁচায় চিতাবাঘ নয়,বন্দি হলো তিন তিনটি কুকুর। হ্যাঁ ঠিক এই ঘটনাই ঘটলো ফালাকাটা ব্লকের খাউচাঁদ গ্রামে।বাড়ির ঘরের বেড়া ফুটো করে ঘর থেকে ছাগল নিয়ে যাচ্ছে চিতা বাঘ।কখনও গরুর বাছুরের উপর থাবা বসাচ্ছে চিতাবাঘ। যারপরণাই আতঙ্কিত এলাকার বাসিন্দারা।