Video

5 hours ago

South 24 Parganas | চম্পাহাটি জুয়েলারি হাউসে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, উধাও ৪০ লক্ষ টাকার সোনা

 

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি অঞ্চলে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতি। স্থানীয় ‘চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউস’-এ মঙ্গলবার দুপুরে হানা দেয় তিনজন দুষ্কৃতী। দোকানের কর্মচারী শম্ভুনাথ চৌধুরী সেই সময় দোকানে উপস্থিত ছিলেন। তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, দু’টি বাইকে করে তিনজন ব্যক্তি দোকানে আসে। প্রত্যেকের মুখে হেলমেট ছিল, যাতে তাদের চিহ্নিত করা না যায়। দোকানের মালিক অজয় মন্ডল তখন বাড়িতে খেতে গিয়েছিলেন। এই সুযোগেই দোকানে ঢুকে প্রায় ৪০ লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে নেয় তারা। যাওয়ার সময় দোকানের সিসিটিভি ফুটেজ না রেখে যাওয়ার পরিকল্পনা করেই তারা হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

You might also like!