রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজের ঘটনায় শুক্রবারই দেশজুড়ে প্রতিবাদে নেমেছিল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল এই ইস্যুতে লাগাতার আন্দোলন চালাবে হাত শিবির। শনিবারও সেই ঘটনায় উত্তপ্ত থাকল কলকাতা থেকে জেলার নানা কোণ।কলকাতার পাশাপাশি জেলায় জেলায় পথে নেমেছিলেন কংগ্রেসের নেতা ও কর্মীরা। নদিয়ার শান্তিপুর ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রেল অবরোধ করা হয়। শিলিগুড়ির হাসমি চক, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মিছিল করেন কংগ্রেস নেতা ও কর্মীরা। পথ অবরোধ হয় উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। বর্ধমানের নবাবহাট, দুর্গাপুরের কাদা মোড়, আসানসোলের বিএনআর মোড়ে পথ অবরোধ, বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা। মেদিনীপুর, খড়গপুর ও পুরুলিয়ায় যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের কর্মীরা পথে নামেন। মেদিনীপুর পুরসভার কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সইফুল বলেন, 'আমাদের নেতা রাহুল গাঁধী, রাহুল সাভারকর নয়। তাই আমরা রাস্তায় থাকব, আন্দোলন করব, মানুষজন বিবেচনা করবেন।'