উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়েছিল একটি হাতি । রাতে হাতি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আজ ভোরে সেখানে পৌঁছায় বাগডোগরা বন বিভাগের কর্মীরা। হাতিটিকে ক্যাম্পাস থেকে বের করে পুনরায় জঙ্গলে ফেরানোর কাজ শুরু করেছে বনদপ্তর। তবে, বিশ্ববিদ্যালয়ের কাছেই রয়েছে জনবসতি, তাই রাত হলেই হাতিটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।