দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোচবিহার শহরে এসে সকাল সকাল প্রাতভ্রমনে বের হয়ে চায় পে চর্চা করলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । এদিন কোচবিহার পুন্ডিবাড়ি এলাকায় তিনি প্রাতভ্রমণ করেন এরপর পুন্ডিবাড়ি বাজারে বিজেপি কর্মী সমর্থকদের সাথে চায় পে চর্চায় অনুষ্ঠানে যোগদান । চাইপে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কালীঘাটের কাকু প্রসঙ্গে বলেন দিলীপ ঘোষ বলেন - সিবিআই জাল পেতেছে মাত্র ১০ শতাংশ মানুষ ধরা পড়েছে যারা মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছে তাদের নব্বই শতাংশ এখন বাকি রয়েছে ধীরে ধীরে সবার ব্যবস্থা হবে শুধু সময়ের অপেক্ষা। কোচবিহার বিমানবন্দর প্রসঙ্গে বলেন এর আগে রবিবাবু মন্ত্রী থাকার সময় আমি বলেছিলাম উনি বলেছিল আজ হবে কাল হবে। কোচবিহারের সাংসদ তথা মন্ত্রী সাংসদ হওয়ার পর থেকেই চেষ্টা করছিলেন এবার তা সফল হয়েছে কোন রাজনৈতিক অসহযোগিতা নয়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিধানসভায় বিল পাস হওয়া প্রসঙ্গে তিনি বলেন উত্তরবঙ্গের মানুষকে অবহেলিত করে রাখবেন স্বাস্থ্য শিক্ষা এয়ারপোর্ট কিছুই দেবেন না আর বিল আনলেন সেজন্যই বিভিন্ন কথা উঠছে। বাগডোগরা বিমানবন্দরের ৬০০ কোটি টাকা দীর্ঘ বছর ধরে দিচ্ছেন না। এখনো অনেক ভূয়ো শিক্ষকের নাম রয়েছে যাদের স্কুলে কেউ চেনে না তারা স্কুলে যান না দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বেতন ফেরত নিয়ে নেওয়া উচিত। অনন্ত মহারাজ প্রসঙ্গে তিনি বলেন উনি বিজেপির কেউ না।