Video

2 months ago

Konnagar | কানাইপুরে মূক ও বধির নাবালিকাকে অপহরণ ও খুন, অভিযুক্ত যুবক আটক

 

কোন্নগরের কানাইপুরে এক মূক ও বধির নাবালিকাকে অপহরণ করে তাকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল কানাইপুর অঞ্চল। ঘটনা সূত্রে জানা যায় ওই নাবালিকা একটি প্রতিবন্ধী স্কুলের ছাত্রী। স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার বিকেলে এক যুবক ওই নাবালিকাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই ওই নাবালিকা নিখোঁজ। পরিবারের লোকজন নাবালিকার খোঁজ শুরু করলে তখন স্থানীয়দের মারফত জানতে পারেন নাবালিকাকে এক যুবক ডেকে নিয়ে গিয়েছে। এরপর স্থানীয়রাই ওই যুবককে আটকে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে যুবক জানায় যে সে ওই নাবালিকাকে কচু বনে পুঁতে দিয়েছে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও নাবালিকার স্কুলের শিক্ষক উত্তরপাড়া থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!