Travel

5 days ago

Similipal National Park: উড়িষ্যার সিমলিপাল জাতীয় উদ্যান, অভয়ারণ্যের সেরা ঠিকানা! রইল বিস্তারিত তথ্য

Similipal National Park
Similipal National Park

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  উড়িষ্যা মানে শুধু পুরী,গোপালপুর বা দারিংবাড়ি নয়। উড়িষ্যায় আছে অজস্র ভালো ভালো বেড়ানোর জায়গা। অবশ্যই সিমলিপাল অভয়ারণ্য তারমধ্যে অন্যতম। প্রায় ২৭৫০ বর্গ কিমি জুড়ে বিস্তৃত এই পার্কটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রস্থলও বটে। এই পার্কে রয়েছে অসংখ্য প্রজাতির বন্যপ্রাণী। এছাড়া অচেনা-অজানা বন্য উদ্ভিদ ও প্রাণীজগত। সবুজে ঘেরা এই অভয়ারণ্যে রয়েছে রোমহর্ষক জলপ্রপাতও। তবে জঙ্গল সাফারি অনেকই করেন, কিন্তু রোমাঞ্চকর, রুদ্ধশ্বাস জঙ্গলে ভ্রমণ করার আনন্দ পেতে হলে এই অভয়ারণ্যে একবার আসতেই হবে পর্যটকদের।  

একসময় এই অরণ্যে রাজারা শিকারে আসতেন। তবে বর্তমানে ভারতের অন্যতম বৃহত্তম বন্যপ্রাণীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ঘন জঙ্গল, জলপ্রপাত, গভীর ও উঁচু সারি সারি তৃণভূমিপূর্ণ এলাকায় জীববৈচিত্র্যের হদিশ পাবেন পর্যটকরা।  প্রায় ৯৬টি প্রজাতির অর্কিডের আবাসস্থল রয়েছে এখানে। সিমলিপাল গেলে জিপ সাফারি করতেই হবে। আসাধারণ পাহাড়-জঙ্গল- ঝর্না ও প্রাণীজগতের সমন্বয়ে রচিত হবে অপূর্ব সাফারি।

কীভাবে যাবেন? জেনে নিন

হাওড়া থেকে বালাসোর গিয়ে বাস ধরে যশীপুর নামবেন, সেখান থেকে ৫১ কিমি দূরে বাড়িপাদা। অনেক ভাড়া গাড়ি বা বাস পাবেন।  

You might also like!