Breaking News
 
Red Fort Explosion: লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! আগুনে পুড়ল একাধিক গাড়ি, মৃত্যু অন্তত আটজন—তদন্তে নামল এনআইএ ও এনএসজি Suvendu attack mamata banerjee : মমতা ও তাঁর সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে : শুভেন্দু অধিকারী Prime Minister Narendra Modi : আরও ৪টি বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু, বারাণসী থেকে সূচনা প্রধানমন্ত্রীর Michael Jackson Biopic: জাফর ইন দ্য হাউস! মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজ়ার প্রকাশ্যে, মামার চরিত্রে নজর কাড়লেন ভাইপো Shah Rukh Khan Aryan Khan:'বাদশা ঘনিষ্ঠ' ফাঁস করলেন বড় খবর: এবার আরিয়ানের নির্দেশনায় দেখা যাবে শাহরুখ খানকে? Rashmika Mandanna Vijay Deverakonda:বাগদানের আংটির দামই ২ লাখ! এবার উদয়পুরে কবে চার হাত এক হবে রশ্মিকা ও বিজয়ের?

 

Travel

2 years ago

The opposite side of Tiger Hill 'Dawaipani :টাইগার হিলের উল্টো দিকে 'দাওয়াইপানি' - আপনাকে আহ্বান করছে

Dawaipani
Dawaipani

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরম মানেই বাঙালির কাছে অন্যতম বেড়ানোর জায়গা পাহাড়। বিশেষকরে দার্জিলিং। দার্জিলিং এর টাইগার হিলের উল্টোদিকে এবং দার্জিলিং শহর থেকে দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা গ্রাম দাওয়াইপানি। শান্ত এই গ্রামটি থেকে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আরও বেশ কিছু শৃঙ্গের অপার্থিব সৌন্দর্য মন ভালো করে দেবে। নামচির চারধাম এবং সামদ্রুপসে মঠও স্পষ্ট দেখা যায় এখান থেকে। আর দেখা যায় দার্জিলিং শহর। সূর্য ডুবলে দার্জিলিং-এর দিকে তাকাবেন, মনে হবে যেন দীপাবলি চলছে। অনন্য সেই রূপ। দু'হাতে রূপের ডালি নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে দাওয়াইপানি।

দাওয়াইপানি থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য আসাধারণ। পাহাড় চড়ার সুযোগও আছে এখানে। দার্জিলিং ম্যাল থেকে পশ্চিমের পাহাড়ে চোখ মেলে দিলে সবুজের সাম্রাজ্যের মাঝখানে মুখ লুকিয়ে দাওয়াইপানি গ্রাম এর খোঁজ মিলে। গাড়ির রাস্তা অনেকটা ঘুরে গেলেও আকাশপথে উড়ে যাওয়া সম্ভব হলে দু’জায়গার দূরত্ব মাত্র ৪ কিমি। যদিও খুব অল্প কিছুদিন হলো পরিচিতির আলো পেয়েছে। আকাশ যদি পরিষ্কার থাকে তবে তো দাওয়াইপানি তুলনাহীন। পাহাড়ের অনেকটা দূর পর্যন্ত যেন গড়িয়ে নেমে গিয়েছে গাড়ি চলার একমাত্র রাস্তা। একের পর এক হাড় হিম করা হেয়ারপিন বেন্ড নয়াবস্তি থেকে পুরানাবস্তি পর্যন্ত। এই রাস্তার ধারেই যাবতীয় বাড়িঘর, প্রাইমারি স্কুল ইত্যাদি। নীচের দিকে ধাপে ধাপে চাষের জমি। ব্যস্ত ঘোরাঘুরি নয়, চুপচাপ নির্জনে প্রকৃতির রূপসুধা পানে মন হলে দাওয়াইপানি চলে যান। সূর্যোদয় ও সূর্যাস্তের যে রংবাহারি শোভা দেখবেন বরফাবৃত হিমালয়ের বুকে, তা সহজে ভুলতে পারবেন না। 

 যাওয়া - কলকাতা থেকে ট্রেনে যেতে চাইলে হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে হবে। এনজেপি বা শিলিগুড়ি থেকে দাওয়াইপানির দূরত্ব ৮১ কিমি ও জোরবাংলো থেকে ১৫ কিমি। NJP থেকে গাড়ি ভাড়া ৩৫০০ টাকা, সময় নেয় কম বেশি ৩ – সাড়ে ৩ ঘন্টা। খরচ কমাতে শিলিগুড়ি থেকে দার্জিলিং গামী শেয়ার জিপে জোরবাংলো এসে সেখান থেকে গাড়িতে চলা যায় দাওয়াইপানি।

থাকা - দাওয়াইপানিতে থাকবার জন্য ৮-১০ টা হোম স্টে আছে। তারমধ্যে কয়েকটার তথ্য দিলাম -

  ১) সিদ্ধার্থ হোম স্টে, ফোন নম্বর: ৭৭৯৭৪৪৪৫৩৫

 ২) হামরো হোম’ হোম স্টে, কলকাতা বুকিংয়ের ফোন: (০৩৩)২৫৫৫-০২৬২, ২৪৩০ ৪৬৪১

  ৩) Bloomdale Community Homestay, যোগাযোগঃ Prabhat Rai – 7001559588

You might also like!