Breaking News
 
Globe Soccer Awards :রোনালদোকে আদর্শ মেনেই নিজের পথ চলা! গ্লোব সকারের মঞ্চে ইয়ামালের মন্তব্যে মুগ্ধ ফুটবল বিশ্ব, ভাইরাল রোনালদোর প্রতিক্রিয়া Khaleda Zia Death :‘২০১৫-র সেই সৌজন্য সাক্ষাৎ আজও উজ্জ্বল’—খালেদা জিয়াকে স্মরণ করে মোদীর আবেগঘন বার্তা, শোকজ্ঞাপন মমতারও Amit Shah: মতুয়াদের নাগরিকত্বে থাবা বসাতে পারবে না কেউ! শাহের বিস্ফোরক আশ্বাসে কি কাটবে ‘শরণার্থী’দের দীর্ঘদিনের আতঙ্ক? Amit Shah: আগাম নির্বাচনের দামামা? ‘এপ্রিলে ভোট’—অমিত শাহের এমন দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি, কোন ম্যাজিকে ক্ষমতা দখল? Amit Shah:দিলীপের ঠাঁই নেই শাহের বৈঠকে! বঙ্গ বিজেপির অন্তর্কলহ এবার প্রকাশ্যে—বিস্ফোরণের অপেক্ষায় গেরুয়া শিবির TMC:নির্বাচনী বৈতরণী পার করতে কো-অর্ডিনেটরদের ওপর ভরসা! ২৯৪ আসনে সৈনিক সাজাল তৃণমূল কংগ্রেস

 

Travel

1 year ago

Monsoon Travel Destination: বৃষ্টির নানা রূপ দেখতে হাজির হন জোড়া হ্রদের গ্রামে

Monsoon Travel Destination (Symbolic Picture)
Monsoon Travel Destination (Symbolic Picture)

 

জোড়পোখরি

দার্জিলিং মানেই টাইগার হিল বা কাঞ্চনজঙ্ঘা নয়। মল রোডের জনস্রোতেও গা ভাসাতে চান না। বিখ্যাত কোনও ক্যাফেতে বৃষ্টির সোঁদা গন্ধ মাখানো বিকেল কাটাতে যদি ভাল না লাগে তা হলে ঘুরে আসতে পারেন জোড়পোখরি থেকে। নেপালি ভাষায় ‘পোখরি’ কথার অর্থ হল হ্রদ এবং ‘জোড়’ কথার মানে দুই। দার্জিলিং থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে লেপচাজগতের কাছে অবস্থিত ছোট্ট এই গ্রাম। এখানকার মূল আকর্ষণ যমজ দু’টি হ্রদ। এখানে লোকজনের আনাগোনা কম। তাই আশপাশে খুব বেশি হোটেল বা হোম স্টে নেই। তাই মনের মানুষটির সঙ্গে বৃষ্টিভেজা রাত কয়েকটা রাত এখানে কাটানো যেতেই পারে। সারা রাত গাছের পাতা থেকে ঘরের চালে জল পড়ার ছন্দে হারিয়ে যেতেই পারেন এখানে।

শিলিগুড়ি থেকে জোড়পোখরি যাওয়ার রাস্তাটিও অদ্ভুত সুন্দর। ঘন সবুজের মাঝে চা-বাগান ঘেঁষে দুধিয়া এবং মিরিক হয়ে পৌঁছে যেতে পারেন জোড়পোখরিতে। সমতল থেকে প্রায় ৭,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে, আবহাওয়া অনুকূল থাকা চাই। চাইলে দার্জিলিঙের আশপাশের পরিচিত জায়গাগু্লি ঘুরে আসতেই পারেন। ভারত-নেপাল সীমান্ত থেকে জোড়পোখরি মাত্র ২০ কিলোমিটার। চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন।

কী ভাবে যাবেন?

কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি করে জোড়পোখরি পৌঁছে যাওয়া যায় সহজেই। আকাশপথে বাগডোগরা পৌঁছে সেখান থেকেও গাড়ি করে জোড়পোখরি যেতে পারেন।

You might also like!