Travel

10 months ago

Darjeeling:দার্জিলিংয়ের অফবিট টি-গার্ডেন লেবং চা-বাগান

Darjeeling
Darjeeling

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গরম মানেই মানুষের ঢল নামে পাহাড়ে। কিন্তু পাহাড়ে প্রবল ভিড়। তাই একটু দূরে,একটু নিরালায় আছে নতুন অফবিট টুরিস্ট স্পট 'লেবং চা-বাগান'। দার্জিলিং মানেই মেঘ আর পাহাড়েল লুকোচুরি খেলা। হঠাৎ করে মেঘে ঢেকে যাচ্ছে পাহাড় আবার মেঘ সরিয়ে জেগে উঠছে কাঞ্চনজঙ্ঘা। সারাদিনই এই টানাপোড়েন চলতে থাকে। আর তাতেই মুগ্ধ পর্যটকরা। কাঞ্জনজঙ্ঘা নাই বা দেখা যাক ম্যালে বসে গায়ে মেঘ মেঘে নেওয়ার মধ্যেও আনন্দ অপরিসীম। পাহাড়ির রানি কাউকে নিরাশ করেন না। সকলের মন ভাল করে তবেই বাড়ি ফেরায়।

 দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে একটু যদি অন্যরকম কোথাও ঘুরে আসা যায় মন্দ হয়না। দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত। কিন্তু চা-বাগানে কেউ কখনও থেকেছেন কি। দার্জিলিংয়ের কাছেই রয়েছে এমনই এক অফবিট টি গার্ডেন। দার্জিলিংয়ের কাছেই রয়েছে এমনই এক অফবিট চা-বাগান। চা-বাগানের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে রাস্তা। গাড়ি চলে যায় একেবারে। চাবাগানে মেঘের খেলা। লেবং চা-বাগান দেখলে মন ভাল হয়ে যায়। চারিদিকে কেবল চা-বাগান আর জঙ্গল। একেবারে অন্যরকম একটা আবহাওয়া।

দার্জিলিং কিন্তু রাতের বেলায় একেবারে অন্যরকম। রাতের ম্যালে চাঁদের হাট বসে। রকমারি খাবার থেকে আলো। একেবারে ঝকমক করে পাহাড়। সত্যিই পাহাড়ের রানি হয়ে ওঠে দার্জিলিং। এমনই সুন্দর হয়ে ওঠে এখানকার পরিবেশ। আবার রোপওয়েতে চড়ে বেড়িয়ে আসা যায় চা-বাগান। রোপ ওয়েতে চড়ে বেড়িয়ে নিতেই পারেন চা-বাগান।


You might also like!