Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Technology

2 years ago

Google Digikavoch: ডিজিটাল লেনদেনে ঝুঁকি কমাবে, কমবে প্রতারণার আতঙ্ক, ভারতে গুগলের নতুন অস্ত্র ডিজিকবচ

Google Digikavoch
Google Digikavoch

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুগল ইন্ডিয়া (Google India) নিয়ে এল 'ডিজিকবচ' (Google Digikavach)। মোবাইল বা ল্যাপটপে যে কোনও ধরনের আর্থিক প্রতারণা সংক্রান্ত ঝুঁকি এলেই তা ধরে ফেলবে এই ডিজিকবচ। নয়াদিল্লিতে গুগলের অ্যানুয়াল ইন্ডিয়া স্পেসিফিক ইভেন্টে এই ঘোষণা করা হয়েছে।

গুগল জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে সিস্টেমে কোনও আর্থিক প্রতারণা সংক্রান্ত কোনও থ্রেট এলেই, সহজে ধরে ফেলতে পারবেন ডিজিকবচ। ওই প্যাটার্ন যাতে দ্রুত সিস্টেমে ছড়িয়ে না পড়ে, তা নিয়ে সতর্ক করবে ডিজিকবচ। ফিনটেক অ্যাসোসিয়েশন ফর কনসিউমার এমপাওয়ারমেন্ট বা FACE-এর সঙ্গে যৌথভাবে এই প্রোগ্রাম আনছে গুগল।

থ্রেট ডিটেকশনের জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে এই প্রোগ্রাম ডিজাইন করেছে গুগল। প্রতারকদের হাত থেকে বাঁচতে ও দ্রুত সিস্টেমেতা ধরে ফেলতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে গুগল। যাতে সব ধরনের পরিস্থিতিতেই এই প্রোগ্রাম কাজ করে, তার ব্যবস্থাও করে রেখেছে গুগল।

You might also like!