Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Technology

2 years ago

realme C53 :108MP ক্যামেরা সহ realme C53 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

realme C53
realme C53

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Realme 19 জুলাই ভারতে Realme C53 স্মার্টফোনটি লঞ্চ হবে। এই ফোনটি দুপুর 12 টায় লঞ্চ করা হবে এবং এই লঞ্চ ইভেন্টটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের পাশাপাশি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি দেখানো হবে।

Realme C53 ফোনের স্পেসিফিকেশন 

6.74″ 90Hz ডিসপ্লে

12GB RAM (6GB+6GB)

5,000mAhব্যাটারি

33W SUPERVOOC চার্জিং

স্ক্রিন: Realme C53 স্মার্টফোনে একটি 6.74-ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ফোনের ডিসপ্লে 90Hz রিফ্রেশরেট, 180Hz টাচ স্যাম্পলিং রেট এবং 560নিটস ব্রাইটনেসের মতো ফিচার সাপোর্ট করবে। স্ক্রিনের থিকনেস 7.49 mm হতে পারে।

প্রসেসর: এই Realme ফোনটি Android 13 বেসড Realme UI-তে লঞ্চ করা হবে। এই ফোনে 1.82GHz পর্যন্ত ক্লক স্পিড সহ অক্টা-কোর প্রসেসর দেওয়া যাবে। এই ফোনটিতে MediaTek চিপসেট থাকবে বলে অনুমান করা হচ্ছে।

ক্যামেরা: মোবাইল ফোনটি 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সহ ভারতের মার্কেটে লঞ্চ করা হবে। এই ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে যার সাথে LED ফ্ল্যাশ দেওয়া হবে। Realme C53 স্মার্টফোনের ক্যামেরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) টেকনোলজির সাথে কাজ করবে।

RAM-মেমরি: Realme C53 ফোনটি ভারতে অন্তত দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে। এর মধ্যে একটিতে 6GB র‍্যাম মেমরি দেওয়া যেতে পারে, যার সাথে 6GB ভার্চুয়াল র‍্যাম টেকনোলজি দেখা যাবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme C53 স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি থাকতে পারে। যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।

You might also like!