দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃAI ফোন লঞ্চ করল Motorola। সংস্থার দাবি এটাই প্রথম স্মার্টফোন যা 1.5K রেজলিউশন এবং 144 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনে রয়েছে AI Pro গ্রেড ক্যামেরা সেন্সর। মডেলের নাম দেওয়া হয়েছে Moto Edge 50 Pro।
কী কী সুবিধা রয়েছে এই ফোনে?
Motorola-র এই ফোনে দেওয়া হয়েছে AI অ্য়াডাপটিভ স্টেবিলাইজেশন, অটো ফোকাস ট্র্যাকিং, AI ফটো এনহ্যান্সমেন্ট, টিল্ট মোড সহ একাধিক সুবিধা।
ফোনের ফিচার-
ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে। যার রেজলিউশন 1.5K pOLED ডিসপ্লে। 50MP রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে। 50ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ফোনের দাম-
মোট দুটি ভ্যারিয়েন্টে ফোনদুটি লঞ্চ করা হয়েছে। তার মধ্যে একটির RAM 8GB-র। ওই মডেলের দাম ২৯,৯৯৯টাকা। এবং 12GB RAM এর ভ্যারিয়েন্টের দাম ৩৩ হাজার ৯৯৯টাকা।