Technology

7 months ago

Bluetooth Device: ব্লুটুথ হেডফোন বা স্মার্টওয়াচ ব্যবহার করেন? সতর্ক না হলেই সব শেষ!

Bluetooth Device
Bluetooth Device

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে ব্লুটুথ ডিভাইসের ব্যবহার অত্যধিক পরিমাণে বেড়েছে। স্মার্ট ওয়াচ থেকে শুরু করে হেডফোন পর্যন্ত ব্লুটুথ দ্বারা পরিচালিত হয়। সুবিধা যেমন আছে তেমন রয়েছে একাধিক বিপদ। খুব সহজেই আপনার ব্লুটুথ ডভাইস ব্যবহার করে গোপন তথ্য হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।

জেনে নিন বিস্তারিত-

ব্লুজ্যাকিং- সাইবার অপরাধীরা বিভিন্ন ব্লুটুথ এনাবেল্ড ডিভাইসে কিছু স্পাই ফাইল পাঠিয়ে দিতে পারে। এবং সেখান থেকে তথ্য আদায় করে নিজেদের সার্ভারে স্টোর করার সম্ভাবনা থাকে।

ব্লুস্ন্যারফিং- মেসেজ, কনট্যাক্টস ডিটেলস চুরি করার জন্য সাইবার অপরাধীরা এই পদ্ধতি অবলম্বন করে। এর জন্য কোনও ডিভাইস পেয়ার অর্থাৎ কানেক্ট করার অনুমতি প্রয়োজন হয় না।

ব্লুবাগিং- এই পদ্ধতিতে সাইবার অপরাধীরা মারাত্মক অঘটন ঘটিয়ে দিতে পারে। পুরো ফোনের কন্ট্রোল ব্লুটুথের মাধ্যমে নিজেদের কব্জায় নিতে পারে সাইবার অপরাধীরা।

সেকারণে এই ধরনের ব্লুটুথ জনিত কোনও আক্রমণ থেকে রক্ষা পেতে সাইবার বিশেষজ্ঞরা একাধিক পরামর্শ দেন। তাঁরা বলেন, পাবলিক প্লেসে যতটা কম সম্ভব ব্লুটুথ অফ করে রাখা সঠিক সিদ্ধান্ত।


You might also like!