Technology

4 hours ago

Air Conditioner: দীর্ঘদিন বন্ধ এসি, আবার গরমের শুরুতেই এসি চালাচ্ছেন? চালানোর আগে জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস্

Air Conditioner
Air Conditioner

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারির শুরুতেই আবহাওয়ার রদবদল। চলতি মাসেই চড়তে শুরু করেছে পারদ। শীতের মরশুম পেরিয়ে গ্ৰীষ্মের সূচনায় অনেকেই বাড়িতে কিংবা কর্মক্ষেত্রে পাখা,এসি চালানো শুরু করে দিয়েছেন। কিন্তু শীতকালে দীর্ঘ দিন এসি বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হয়। না হলে যন্ত্রের ক্ষতি তো হয়ই, এমনকি বিস্ফোরণের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

নিম্নে উল্লেখিত হলো বিস্তারিত,

১) অনেকদিন পর এসি চালু করলে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। অনেক সময় ভেতরে ময়লা জমেও বিপত্তি হয়। এজন্য অনেকদিন বন্ধ থাকার পর এসি চালুর আগে সার্ভিসিং করিয়ে নিন।

২) যদি সম্ভব হয় তবে পেশাদার টেকনিশিয়ানের উপস্থিতি নিশ্চিত করে তবে এসি চালু করুন। এতে তাৎক্ষণিক কোনও সমস্যা দেখা দিলেও সেটা সমাধান করা সহজ হবে।

৩) এয়ার ফিল্টারে কোনও ময়লা জমেছে কি না সেটা পরীক্ষা করে নিন। প্রয়োজনে এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিন।

৪) বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না সেটা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় অনেকদিন বন্ধ থাকার ফলে সংযোগে সমস্যা দেখা দেয়।

৫) শীতের পর পুনরায় এয়ার কন্ডিশনার চালু করার আগে আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিট পরিষ্কার করে নিন।

উপরিউক্ত পদ্ধতি এবং সচেতনতা অনুসরণ করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এসি। দূর্ঘটনার ভয়ও এড়িয়ে চলতে পারবেন।

You might also like!