Odisha

4 months ago

Ratna Bhandar:চার দশক পরে রবিবার খুলতে চলেছে পুরীর রত্নভাণ্ডার

Ratna Bhandar
Ratna Bhandar

 

পুরী, ১৪ জুলাই : রবিবার খুলতে চলেছে পুরীর জগন্নাথদেবের মন্দিরের রত্নভাণ্ডারের দরজা। আদালতের নির্দেশ মেনেই এই দরজা খোলা হচ্ছে। ৪৬ বছর পর খুলছে রত্নভাণ্ডারের দরজা। ১৯৭৮ সালে শেষবার খোলা হয়েছিল সেই দরজা।

পুরীর জগন্নাথদেবের মন্দির স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। মন্দিরের উত্তরে জগমোহনের পাশেই রয়েছে সেই রত্নভাণ্ডার। ১৯৭৮ সালে শেষ বার খোলা হয়েছিল রত্নভাণ্ডার। তারপর থেকে তার দরজায় তালাই থেকেছে। কিন্তু এবারে মন্দিরের মেরামতির কাজে পুনরায় খুলতে হবে এই ভাণ্ডার। ওডিশা হাইকোর্টের বিস্তারিত নির্দেশিকা মেনেই মন্দির প্রশাসনের সঙ্গে কাজ করবে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)। পুরীর জেলাশাসক সিদ্ধার্থশঙ্কর সোয়াইন জানিয়েছেন, আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েই রবিবার রত্নভাণ্ডার খুলব। নির্দিষ্ট নির্দেশিকা মেনে কাজ হবে।

You might also like!