বালেশ্বর, ২৯ মে : ডাবল ইঞ্জিন সরকার ওডিশায় উন্নয়নের গতি দ্বিগুণ করবে। জোর দিয়ে বললেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ওডিশার বালেশ্বরের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ডাবল ইঞ্জিন সরকার ওডিশায় উন্নয়নের গতি দ্বিগুণ করবে। ওডিশার জনগণ জানেন, বিজেডিকে ভোট দেওয়ার অর্থ নিজেদের ভোট নষ্ট করা। তাঁরা আর বিজেডিকে বিশ্বাস করে না।"
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "আপনারা বিজেডিকে ২৫ বছর দিয়েছেন এবং তাঁরা আপনাদের প্রতারিত করেছে, আপনাদের লুট করেছে এবং আপনাদের অনুন্নত রেখেছে।" মোদী আরও বলেছেন, "ওডিশায় যেখানেই পা রাখবেন, সেখানে প্রাকৃতিক সম্পদ আছে, সমৃদ্ধি আছে। কিন্তু, ওডিশা দরিদ্র, কারণ কংগ্রেস নেতারা প্রথমে এখানে লুট করেছে এবং বিজেডি নেতারা ২৫ বছর ধরে লুট করছে।"