Odisha

10 months ago

Odisha:ওডিশায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ১০ জন

Bus collides with truck in Odisha
Bus collides with truck in Odisha

 

ভুবনেশ্বর, ২৭ জানুয়ারি  : ওডিশার নয়াগড় জেলায় একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। শনিবার পুলিশ জানিয়েছে, শুক্রবার ওডিশার নয়াগড় জেলায় একটি বেসরকারি কোচিং সেন্টারের পড়ুয়াদের নিয়ে একটি বাস পিকনিকের উদ্দেশ্যে আসছিল, আচমকাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৩ জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ১০ জন পড়ুয়া।

শুক্রবার ৫০ জন পড়ুয়া নিয়ে বাসটি পিকনিকের জন্য বোলাঙ্গির জেলার দিকে যাওয়ার সময় দাসপাল্লা এলাকার সাহালাভাঙ্গা জঙ্গলে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই দুই ছাত্রের মৃত্যু হয়, অপর একটি ছাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত পড়ুয়ারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রাকের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


You might also like!