Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Livelihood message

2 years ago

LPG Gas KYC: নিখরচায় বাড়িতেই বাড়িতেই গ্যাসের KYC! কিন্তু কি উপায়ে?

Free gas KYC at home! But in what way?
Free gas KYC at home! But in what way?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাড়িতে বসে শুধুমাত্র মোবাইল থেকেই গ্যাসের eKYC বা ReKYC করা সম্ভব হচ্ছে। সম্প্রতি Indian Oil অ্যাপটিকে এই কারণে কর্তৃপক্ষের তরফে আপডেটও করা হয়েছে। বাড়িতে বসে কেওয়াইসি করতে হলে গ্রাহকদের দুটি অ্যাপ মোবাইলে ইনস্টল করতে হবে। একটি হল ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল অ্যাপ ও অপরটি হল স্ক্যানার সুবিধাপ্রদানকারী অ্যাপ। সেই সঙ্গে মোবাইলে থাকতে হবে এমআধার-ও।

প্রথমে ইন্ডিয়াল অয়েলের অ্যাপটি ওপেন করে প্রোফাইল তৈরি করুন। এরপর মেনু থেকে এলপিজি সেকশনটি বেছে নিন। সেখানে ডোমেস্টিক এলপিজি কানেকশন বেছে নিন। এবার এলপিজি ড্যাশবোর্ড স্ক্রিনে ফুটে উঠবে। এখানে 'আধার কেওয়াইসি' অপশনে ক্লিক করতে হবে। KYC-তে আপত্তি নেই জানিয়ে চেকবক্সে একটি টিক করুন এবং নিচের 'ফেস স্ক্যান' অপশনে ক্লিক করুন।

এক্ষেত্রে মোবাইলে থাকতে হবে RD সার্ভিসের ব্যবস্থা। প্লে স্টোর থেকে 'আধার ফেস আরডি' অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপটি UIDAI এর দ্বারা আধার ফেস ভেরিফিকেশনের জন্য প্রস্তুত করা হয়েছে। ওই অ্যাপ্লিকেশনের নির্দেশ অনুযায়ী মুখ স্ক্যান করে তা সাবমিট করলেই আপনার গ্যাসের E-KYC সম্পন্ন হবে।

অর্থাৎ এক টাকাও খরচ না করেই, বাড়িতে বসেই করা যাচ্ছে গ্যাসের ই-কেওয়াইসি। নিঃসন্দেহে এই প্রক্রিয়া মেনে চললে ঝামেলা- ঝঞ্জাট এড়িয়ে হাতের মোবাইল থেকেই গ্যাসের KYC করাতে পারেন, যে কোনও ব্যক্তি।

You might also like!